জামালপুরে উদীচী শিল্পীগোষ্ঠির উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।
৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরে দয়াময়ী চত্বরে ঘন্টাব্যপী মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল। ওইসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক নারীনেত্রী শামীমা খান, জেলা দুপ্রক সদস্য আশরাফুজ্জামান স্বাধীন, নাট্য সংগঠক শাহীন রহমান, নাট্যনীড়ের রাজিব, যুব ইউনিয়নের মাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা এবং সঞ্চালনা করেন উদীচী সদস্য রিফাত। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি উদীচী শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।