শ্রীবরদীতে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরর শ্রীবরদীতে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন ( ২৫) নামে এক যুবককে আটক করেছে কর্ণঝোড়া বিজিবি। ১৭ অক্টোবর শনিবার দুপুরে মেঘাদল এলাকায় অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আবুল হোসেন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার সমচচুড়া গ্রামের জিন্নত আলীর ছেলে। এ ব্যাপারে থানায় একটি মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। জানা যায়, উপজেলার সিংগাবরনা ইউনিয়নের গারো পাহাড়ের মেঘাদল এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এ সময় আবুল হোসেনকে ১শ ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তবে কৌশলে পালিয়ে যায় আরো দু’জন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে আবুল হোসেন সহ তিন জনের নামে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, এটা চলমান অভিযান। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। Related posts:এক সপ্তাহ পর কাজে ফিরেছে শেরপুরের ট্রাফিক পুলিশঝিনাইগাতীতে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতশ্রীবরদীতে ৪শ ৮০জন কৃষাণীর মাঝে ওয়ার্ল্ড ভিশনের সবজি বীজ বিতরণ Post Views: ১৮৪ SHARES শেরপুর বিষয়: