শেরপুরে স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষকদের মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব ও জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রেজাউল করিম। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সরকার ব্যবস্থার সকল ক্ষেত্রেই সফলতার কুড়ি পরিপূর্ণ। শিক্ষা বান্ধব শেখ হাসিনা সরকার ২০১৩ সালে ৯ জানুয়ারী ২৬১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেন ১৯৯৪ সালে এক পরিপত্রে রেজিষ্ট্রেশন প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা সমূহে শিক্ষকদের বেতন ৫০০ টাকা পরবর্তীতে ২০১৩ সালে শিক্ষামন্ত্রী ১৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার ৬৭৭৬ জন শিক্ষকদের বেতন ৫০০ থেকে ১০০০ টাকা উন্নীত করেছেন। এজন্য বর্তমান সরকারকে তিনি ধন্যবাদ জানান সেই সাথে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা সমূহকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় করণ করে শিক্ষকদের তাদের পরিবার নিয়ে ভালভাবে জীবন যাপন করার অনুরোধ জানিয়েছেন। তাদের দাবী সমূহের মধ্যে মুজিব বর্ষেই জাতীয়করণ, কোডবিহীন মাদরাসা গুলোকে বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তভূক্ত করণ, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে আলীম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজন অন্তভূক্ত করণ। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মাওলানা মোঃ বিল্লাল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, জোবায়ের রহমান, হারুনুর রশিদ, সোলায়মান হোসেন, হাফিজুল্লাহ, মোঃ শাহজাহান, মোঃ জাকির হোসেন, মোঃ ইব্রাহিম ও মোঃ জাহিদ হাসান প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। Related posts:‘প্রস্ফুটিত শেরপুর’ ফেসবুক গ্রুপে সেলফি প্রতিযোগিতা অনুষ্ঠিতশেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত Post Views: ৩১৩ SHARES শেরপুর বিষয়: