ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত ১৬ জন সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি একসাথে ১৬ জন নব নিযুক্ত সিনিয়র স্টাফ নার্স যোগদান করায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
ওইসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মায়াহোড়, ডাঃ আসফিয়া আম্বিয়া, ডাঃ সাদিয়া আফরোজ, ডা. শারমিন সুলতানা উর্মি, সিনিয়র স্টাফ নার্স মোর্শেদা বেগম রিক্তা, ইরফাত জেরিনসহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নার্সদের উদ্দেশ্যে বলেন, ভালো মানের সেবা দিয়ে মানুষের মন জয় করাসহ বর্তমান সরকারের সুনাম অর্জনের দিকে লক্ষ্য রাখতে হবে। সংবর্ধনা সভায় অতিথিদেরকে স্টাফ নার্সগণ ফুল দিয়ে বরণ করে নেন এবং অতিথিদের পক্ষ থেকে নার্সদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।