নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষন কর্মশালা

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ অক্টোবর শনিবার দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিনা নালিতাবাড়ী হল রোমে বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) গাজীপুর ও নালিতাবাড়ী কৃষি সম্প্রাসারন অধিপ্তরের আয়োজনে কর্মশালায় ফলিত গবেষনা বিভাগ (ব্রী) গাজীপুর এর প্রধান ড. মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (এল্যামনাই) এসেসিয়েশনের সাধারন সম্পাদক ও সাবেক নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা। এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উর্দ্ধতন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মামুনুর রহমান, ড. খন্দকার খালিদ রহমান, নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ বাসেত রহমান, নাজমুল স্মৃতি বিশ্ববিদালয় কলেজের সাবেক জিএস ও অনলাইন নিউজ পোর্ষ্টাল জনতার সকাল এর সম্পাদক ও প্রকাশক মোঃ আসাদুজ্জামান সোহেল, বঙ্গবন্ধু যুব পরিষদের সম্পাদক আতিকুর রহমান মানিক, যুবলীগের জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।