শেরপুর হেল্পলাইন ও নারী রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৫ অক্টোবর রবিবার শহরের মধ্যশেরী উত্তর বাড়ইপাড়া এলাকায় শেরপুর হেল্প লাইন ও নারী রক্তদান সংস্থার উদ্যোগে আয়োজিত ওই ক্যাম্পে প্রায় শতাধিক নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেইসাথে শেরপুর হেল্পলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্যাপ বিতরণ করা হয় । ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক এসএম আবু হান্নান, ময়মনসিংহ হেল্পলাইনের প্রধান এডমিন আশিকুর রহমান ও ডাঃ আরনিকা আফরিন প্রমা। নারী রক্তদান সংস্থার নির্বাহী সভাপতি প্রতিভা নন্দী তিথি ও শেরপুর হেল্পলাইনের প্রণব দাসের ব্যবস্থাপনায় ওই ক্যাম্পে মারুফ, মিঠুন, শারমিন সম্পা, প্রান্ত, নিপুন, জয়ন্ত দে, সৌরজিৎ, ফারজানা হিমু, হিয়া, লায়লা সুলতানা লাবনী, নাসরিন সুলতানা প্রাবণী প্রমুখ স্বেচ্ছাসেবক হিসেবে দিনব্যাপি দায়িত্ব পালন করেন। Related posts:শেরপুরে অস্বচ্ছল ক্রীড়াবিদ ও যুব সংগঠনের মাঝে চেক বিতরণঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভাশেরপুরে ১০ জনের করোনার নমুনা পরীক্ষায় কারও শরীলে মেলেনি করোনা ॥ আরও ৫ জনের নমুনা সংগ্রহ Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: