ঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশং সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ৫নং বিট ঝিনাইগাতী সদর ইউনিয়নের আয়োজনে পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের সভাপতিত্বে ও এএসআই আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, সমাজ সেবক কাজী জাকির হোসেন প্রমুখ। সভায় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। Related posts:শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে চা দোকানীর আত্মহত্যাশেরপুরে হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণে ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরুঝিনাইগাতীর মায়াবী লেকে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩ Post Views: ১৫৬ SHARES শেরপুর বিষয়: