কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ে কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর কাউন্সিলর পদ হারাতে যাচ্ছেন। কারাদণ্ড হওয়ায় ইরফান বরখাস্ত হচ্ছেন বলে স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, দক্ষিণ সিটি করপোরেশন থেকে রিপোর্ট (দণ্ডিত হওয়ার বিষয়ে) পেলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো আইনে কাভার করে। তিনি (ইরফান সেলিম) বরখাস্ত হবেন

সিনিয়র সচিব বলেন, আইনে (স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন) বলা হয়েছে, কেউ সাজা প্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন। ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

উল্লেখ্য, নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের পর সোমবার হাজী সে‌লি‌মের বাড়ি তল্লাশি ক‌রে মদ ও ওয়াকিটকি পাওয়ায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ইরফানকে এক বছর কারাদণ্ড দেয়। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।