ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকালে শহরের তমালতলা মোড়ে জামালপুর দরবার শরীফের উদ্যোগে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় জাতিসংঘে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সরকারের কাছে দাবী জানান। সেইসাথে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহবান জানান বক্তারা। মানববন্ধনে জামালপুরের বিভিন্ন দরবারের ভক্তবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহন করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক মো: মজিবর রহমান মোজাদ্দেদীর সভপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হযরত মাওলানা রওনকুল ইসলাম, আব্দুল আওয়াল চিশতী, শফিকুল ইসলাম প্রমুখ। Related posts:সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী পোশাক শ্রমিক নিহতপ্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে রিক্সাচালকের ধর্ষণের শিকার স্কুলছাত্রী Post Views: ২২০ SHARES সারা বাংলা বিষয়: