শেরপুরের শ্রীবরদীতে এবার ঘরে ঢুকে কৃষককে কুপিয়ে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ শ্রীবরদী ((শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে এবার গোয়াল ঘরে প্রবেশ করে আজগর আলী (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ অক্টোবর বুধবার ভোরে পৌরশহরের চককাউরিয়া পূর্বপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আজগর আলী স্থানীয় মৃত আফছর আলীর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজগর আলীর ৪ ছেলে ২ মেয়ে। ৪ ছেলে ও ১ মেয়ে ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। ছোট মেয়ে রাজিয়া খাতুন পৌরশহরের আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সম্প্রতি মোবাইল ফোনে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে প্রায় ১৫দিন আগে ওই ছেলে তাদের বাড়িতে এলে তার মা বাবা মেনে নেয়নি। গত তিনদিন আগে রাজিয়া ঢাকায় বোনের কাছে বেড়াতে যায়। এদিকে প্রতিদিনের মতো রাজিয়ার বাবা আজগর আলী গোয়াল ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে। পরে তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। Related posts:টিউবওয়েল চেপে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের !!শ্রীবরদীতে মাদক, জুয়া ও গরু চুরি প্রতিরোধে জনসাধারণের সাথে পুলিশের মতবিনিময়শেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ২৯০ SHARES শেরপুর বিষয়: