ঝিনাইগাতীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে র‌্যালী

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ১২ রবিউল আওয়াল উদযাপন উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ এর আয়োজনে উপজেলা সদরে এক বিশাল ধর্মীয় র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ফ্রান্সে নবীর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওইসময় বক্তব্য রাখেন, মুফতি শাহিনুর রহমান, মুফতি শাহ আলম, সিদ্দিক আলম ও জামাল উদ্দিন শেখ। র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেড় হয়ে শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিশাল ধর্মীয় র‌্যালী শেষে মিলাদ কিয়াম পরিচালনা করেন, শাহ্সূফি কামাল হোসেন। পরে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অপরদিকে, ঐক্য পরিষদের সাথে একত্ত্বতা প্রকাশ করে, জামালপুর পাক দরবার শরীফ এর ভক্তবৃন্দ ও ইসলামি ছাত্র সেনা। উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর হইতে উপজেলা পরিষদ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের আয়োজনে প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে বর্ণিল সাজে সাজানো আছে ৮টি গেট। যাহা মাসব্যাপী থাকবে।