শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠার ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ শনিবার সন্ধ্যায় শহরের মডেল গার্লস কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

বাংলাদেশ প্রতিদিনের শেরপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, বর্তমান কার্যকরী সভাপতি আব্দুর রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পাঠকপ্রিয় পত্রিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটি দেশের আপামর মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ পাঠকপ্রিয়তা অব্যাহত থাকবে বলে আশা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন। ওইসময় শেরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী, সুধীজন ও মডেল গার্লস কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।