শ্রীবরদীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০ শ্রীবরদী প্রতিনিধি ॥ ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান। উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরী হলরুমে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, সাংবাদিক রেজাউল করিম বকুল ও প্রশিক্ষিত যুব মহিলা রাবেয়া প্রমূখ। আলোচনা শেষে প্রশিক্ষিত ৭ জন যুবক-যুবতীদের মাঝে প্রত্যেককে ৪০ হাজার করে মোট ২ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। Related posts:৭১ এর ২৩ মার্চে শেরপুরের পৌরপার্কে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকাশেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতশেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ১ Post Views: ২১৬ SHARES শেরপুর বিষয়: