সরিষাবাড়ীতে ভ্যানচালক হত্যার অভিযোগে ভাই-ভাবি আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুড়ালিয়াপটল গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনকে (৪০) হত্যার অভিযোগে নিহতের চাচাতো ভাই ও ভাবীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কুড়ালিয়াপটল গ্রামের মৃত কালু মিয়ার ছেলে রনজু মিয়া (৩৮) ও তার স্ত্রী মোছাঃ সুজাতা বেগম (২৬)। সোমবার (২ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ তাদের আটক করে। মামলা সূত্র জানায়, কুড়ালিয়াপটল গ্রামের মৃত ঈসমাইল হোসেনের ছেলে আলমগীর হোসেন ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ভ্যানগাড়িতে তার চাচাত ভাই (একই গ্রামের আলাউদ্দিনের ছেলে) আব্দুর রহিমের গরুর খড় বহন করার কথা ছিল। খড় নিতে দেরি হওয়ায় আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে সন্ধ্যার দিকে আলমগীর ও রহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি চললে আব্দুর রহিম, তার ভাই শুকুর মাহমুদ, রঞ্জু মিয়া ও তাদের স্ত্রীরা মিলে আলমগীরকে লাঠি দিয়ে এলোপাথারী পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে লাশ ফেলে সবাই পালিয়ে যায়। ঘটনার একদিন পর তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ মরজিনা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, ভ্যানচালক আলমগীর হোসেন হত্যা মামলার অন্যতম আসামী রনজু মিয়া ও তার স্ত্রী সুজাতা বেগমকে প্রযুক্তির সাহায্যে অবস্থান সনাক্ত করা হয়। পরে আশুলিয়ার জিরোবো এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তাদের উভয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদেরও ধরতে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান। Related posts:ভাষা শহিদদের প্রতি ডিআইজি আনিসুর রহমানের বিনম্র শ্রদ্ধা নিবেদনজামালপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারজামালপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত Post Views: ৩০৭ SHARES সারা বাংলা বিষয়: