প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় নেপালের ফুটবল দল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশেষ চাটার্ড ফ্লাইটে করে বাংলাদেশ অবতরণ করেন নেপালের ফুটবলাররা। বাংলাদেশে ২৫ জন খেলোয়াড় ও সাতজন কোচ-কর্মকর্তাসহ ৩২ জনের বহর নিয়ে এসেছেন তারা। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই করোনা বিরতি কাটিয়ে ফুটবলে ফিরবে বাংলাদেশ ফুটবল দল। জানা যায়, আজকেই কোভিড-১৯ টেস্ট করানো হবে নেপাল দলের। এরপর আগামী শনিবার পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে তারা। এ ছাড়া ম্যাচের ৭২ ঘণ্টা আগে দুই দলের খেলোয়াড়দের আরেকবার কোভিড-১৯ পরীক্ষা করানোর কথা। আগামী ১৩ ও ১৭ নভেম্বর হবে এই প্রীতি ম্যাচ দুইটি। আগামী ১০ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচ দু’টি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারও খেলার ধারাবিরণী দেবে। বিটিভির পাশপাশি ম্যাচ সম্প্রচারের জন্য চারটি বেসরকারি টেলিভিশনও আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে একটি টেলিভিশন বেসকারি টিভি চ্যানেলকে সম্প্রচারের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে। Related posts:দ্বিতীয় বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেকইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণ২৭ নভেম্বর শুরু স্বাধীনতা কাপ Post Views: ২৭১ SHARES খেলাধুলা বিষয়: