মেসির বিদায় দুভার্গ্যবশত চমক না, সময়ের বাস্তবতা: বার্সেলোনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২ পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন এই তারকা। স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন দুই দশকেরও বেশি সময় আগে। অবশেষে প্রাণের ক্লাবটি ছেড়ে চলে যেতে হয় তাকে। তার বিদায়ে আবেগ আর স্মৃতির এক ঝড় বয়ে যায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের ওপর দিয়ে। মাত্র ১৩ বছর বয়সে যে আঙিনায় পা পড়েছিল, দিনে দিনে গড়ে উঠেছিল অটুট বন্ধন, তাতে ছেদ পড়ে যাওয়ার বিষয়টি আসলেই চমকে যাওয়ার মতোই। তবে অর্থনৈতিক জটিলতার কারণেই লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয় বার্সেলোনা। আর সেই কারণেই ক্লাবটির সঙ্গে ২১ বছরের সম্পর্কের অবসান হয় আর্জেন্টাইন তারকার। বার্সেলোনা থেকে মেসির চলে যাওয়া সবার কাছে বিস্ময়কর আর চমকপ্রদ হলেও বার্সেলোনার কাছে তা ছিল বাস্তবতা। সম্প্রতি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাথিউ আলেমানি এমনটি জানিয়েছেন। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, মেসির বিদায় দুভার্গ্যবশত চমক ছিল না। এটা ওই সময়ের বাস্তবতা ছিল। সে একমাত্র থাকতে পারতো যদি আমরা এমন কিছুতে যোগ দিতাম, যেটাতে দিতে চাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সবার উপরে ক্লাব। বাণিজ্যিকভাবেও বার্সেলোনা তার বিদায়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্সেলোনার জন্য মেসির প্রভাব কেবল খেলার মাঠেই নয়, ছিল বাণিজ্যিকভাবেও। সেটা স্বীকার করেছেন আলেমানিও। তিনি বলেছেন, মেসির বিদায়ে আমরা পরিষ্কারভাবেই কিছু বাণিজ্যিক আগ্রহ হারিয়েছি। সে আমাদের ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। খেলার দিক থেকে চিন্তা করলে, সে যে ধরনের খেলোয়াড় এটা তো স্বাভাবিকভাবেই ক্ষতির। যাই হোক, এখন অথবা পরে তার বিদায় নিতেই হতো। আমরা পুর্নগঠন প্রক্রিয়াতে ঢুকেছি, এটা করতেই হতো। মেসিকে যে অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে রাখতে পারেনি বার্সা, আলেমানি কথা বলেছেন সেটা নিয়েও, অর্থনৈতিক বাধ্যবাধকতা ইউরোপের ক্লাবগুলোর জন্য থাকা খুব গুরুত্বপূর্ণ। স্পেনে এটা খুব কঠিন ও কঠোর। কিন্তু ইউরোপেই, অন্য অনেকগুলো ক্লাব আমাদের মতো ক্রাইটেরিয়া ফলো করে না। আমি একটা স্ট্যান্ডার্ড নিয়ম চাই, যেটা সবাই মেনে চলবে। Related posts:আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মুস্তাফিজকোথায় গিয়ে থামবে আজ নিউজিল্যান্ড!যে কারণে ইরাকি জিদানকে নিয়ে রাতারাতি এত মাতামাতি Post Views: ১৭১ SHARES খেলাধুলা বিষয়: