দেশের উন্নয়নে শান্তি বজায় রাখা দরকার: প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, জঙ্গীবাদ, সন্ত্রাস এবং মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একান্তভাবে দরকার। পাশাপাশি দেশের মানুষের শক্তিকে আমাদের উন্নয়নের কাজে লাগাতে হবে। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা-কর্মচারীদের জন্য নব-নির্মিত দুটি আবাসিক ভবন এবং একটি অফিসার্স মেস-এর উদ্বোধনকালে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের এই অনুষ্ঠানে অংশ নেন। পরে তার প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। খবর বাসসের ‘প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে জাতির পিতার কাঙ্ক্ষিত অবস্থানেই নিয়ে যেতে চায়, যেখানে দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে, হেসে খেলে সুন্দরভাবে বাঁচবে,’ জানান প্রেসসচিব। শেখ হাসিনা বলেন, ‘আমরা সেটাই করতে চাই। তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। জঙ্গীবাদ, সন্ত্রাস বা দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে আমাদের রক্ষা করতে হবে। এজন্য আমাদের সবারই স্ব-স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশটাকে গড়তে হবে। আমাদের প্রত্যেকের কিন্তু যার যার একটা দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’ ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্রবাহিনী একান্তভাবে অপরিহার্য উল্লেখ করে শেখ হাসিনা তার ভাষণে, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনকালে সশস্ত্রবাহিনীকে স্বাধীন দেশের উপযোগী করে গড়ে তোলায় জাতির পিতার বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন, বলেন প্রেসসচিব। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকেই তার সরকার সশস্ত্রবাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।’ ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ সাইফুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং পিএমও সচিব তোফাজ্জেল হোসেন মিয়া অন্যান্যের মধ্যে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন। সশস্ত্রবাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি আপনারা কর্তব্য পালন করবেন সেটাই আমাদের কামনা।’ তিনি বলেন, ‘ইতিহাসকে জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।’ দেশের জন্য কাজ করার শিক্ষা নিজের বাবা, মা’য়ের কাজ থেকেই লাভ করেছেন উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে শিখেছি। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, মানুষের প্রতি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ না থাকে তাহলে কোনো দায়িত্বই সঠিকভাবে পালন করা যায় না।’ Related posts:শেরপুরে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সাবেক এমপি শ্যামলীর ইফতারী বিতরণজঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীনালিতাবাড়ীতে চির বিদায় নিলেন আ’লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা Post Views: ২৪৫ SHARES জাতীয় বিষয়: