ঝিনাইগাতীর মরিয়মনগরে গারোদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগরে ২২ নভেম্বর রবিবার দিনব্যাপী ওয়ানগালা উৎসব উদযাপিত হয়েছে। শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি ‘পরিবারে ভালবাসা, মলীর আনন্দ, সব পরিবারের মঙ্গল কামনা করে’ এ বছরে শেরপুরের ঝিনাইগাতীর মরিয়ম নগরে গারো সম্প্রদায়রা পালন করেছেন ওয়ানগালা নবান্ন উৎসব।উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। এর পর খ্রষ্টিযাগ র্অপন করনে, ওয়ানগালা উৎসবের মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি। সহযোগীতায় ছিলেন, সহকারী পাল পুরোহিত ফাদার আশীষ রোজারিও সিএসসি। ডসকাল ৯ টায় কুতুব পড়িয়ে এবং খ্রীষ্ট পর্বের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এসময় গারোদের ১৩ টি গোত্রের মানুষ তাদের উৎপাদিত ফসল এনে খ্রীষ্টের নামে উৎসর্গ করেন। এরপর উপস্থিত সকলকে থক্কাদান কপালে নতুন ধানের চালের গুরো দিয়ে আশির্বাদ শেষে গির্জায় ভেতর প্রার্থনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ওয়ানগালা উৎসব। উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জ খ্রীষ্টান মিশনের উদ্যোগে এখানে ওয়ানগালা উৎসব পালন করা হয়ে থাকে। Related posts:শেরপুরে র্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২শ্রীবরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ঝিনাইগাতীতে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ Post Views: ১৭৪ SHARES শেরপুর বিষয়: