ঝিনাইগাতীতে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজল ডাকাত ঢাকা থেকে গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার চিহ্নিত ডাকাত, একাধীক মামলার আসামী ও ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজল ডাকাত ওরুফে ফজলুল করিম (৪০) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২১ নভেম্বর শনিবার রাতে ঢাকা আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামের বাসিন্দা আক্রাম হোসেনের ছেলে ফজলুল করিম ওরফে ফজল ডাকাতের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গত ২০০৮ সালে দায়ের করা একটি মামলায় ২০১৭ সালে আদালত তাকে ১৫ বছরের দন্ড প্রদান করে রায় ঘোষণা করা হয়। কিন্তু ২০১০ সাল থেকেই সে পলাতক ছিল। এমনকি গাজীপুর এলাকায় গিয়ে ফজল ডাকাত সেখানকার ভোটারও হয়ে যায়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফজলুল করিম এলাকায় ফজল ডাকাত নামে পরিচিত। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৪টি মামলার রেকর্ড রয়েছে, আরও থাকতে পারে বলে তিনি জানান। আজ ২২ নভেম্বর রবিবার ফজলকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, ওয়ারেন্টভুক্ত সুমন মিয়া নামে এক আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে কারিতাসের অবহিতকরণ সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন উদ্বোধনশ্রীবরদীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, আটক ৪ Post Views: ১৭৪ SHARES শেরপুর বিষয়: