করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী-সচিব, নাইজার সফর বাতিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে এ ফলাফল জানা যায়। ফলে নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। ২৫ নভেম্বর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগ দিতে নাইজারে যাওয়ার জন্য মন্ত্রীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। মন্ত্রণালয় বলেছে, পরীক্ষা করার সময় তার মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ‘কোনো উপসর্গ ছিল না’। তবে তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। এদিকে নাইজার সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তারও পজিটিভ আসে। তিনিও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন। Related posts:টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ, নিহত বেড়ে ৩৫ মাস পর পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলল ভারতসৌদি আরবকে আরও বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের Post Views: ১৬৩ SHARES জাতীয় বিষয়: