ঝিনাইগাতীতে সংবাদ প্রকাশের পর ১৩ মাসেই ভেঙে যাওয়া বক্স কালভার্ট পরিদর্শন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ হারুন অর রশিদ দুদু : জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র নির্দেশে শেরপুরের ঝিনাইগাতীতে এলজিএসপি ও বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন, শেরপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নে চলমান কাজের পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামসহ ইউপি সদস্যগণ। পরিদর্শনের মধ্যে ছিল, ঝিনাইগাতী উপজেলার কাংশা ও ধানশাইল ইউনিয়ন পরিদর্শন, ইউনিয়ন দুটির এলজিএসপি প্রকল্প কাজের অগ্রগতি ও গুণগত মান, কাংশা ইউনিয়নের নতুন পরিষদ ভবনের জন্য নির্বাচিত স্থানের সম্ভাব্যতা যাচাই, চলমান প্রকল্প পরিদর্শন। এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত ধানশাইল ইউনিয়নে নির্মাণের ১৩ মাস পর ধ্বসে যাওয়া কালভার্টটি সরেজমিন পরিদর্শন ও কারণ তদন্ত করেন তিনি। তিনি জানান, কালভার্টটি সম্পর্কে একটি প্রতিবেদন শীঘ্রই জেলা প্রশাসক মহোদয় বরাবর দাখিল করা হবে। Related posts:শেরপুরে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিতনালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যুশেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৮৪ SHARES শেরপুর বিষয়: