শেরপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ সারাদেশে ন্যায় কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলার সদর উপজেলাসহ পাঁচ উপজেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয় গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তিকরণের দাবীতে ২৯ নভেম্বর রোববার সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছে। শেরপুর জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা ১১ দফা দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। মানববন্ধনে এসব দাবী সমূহের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, শেরপুর জেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এরশাদ, যুগ্ম আহ্বায়ক-১ মোঃ মাজহারুল আনোয়ার, যুগ্ম আহ্বায়ক-২ মঞ্জুরুল হক প্রমুখ। পরে তাদের ১১ দফা দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দগণ। এসব দাবী সমূহের মধ্যে রয়েছে- প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতি তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদী প্রদান নিশ্চিত করণ, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করণ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী উপযোগী স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন নিশ্চিত করণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করণ, সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ নিয়মিত মনিটরিং নিশ্চিত করণ, শিক্ষক-কর্মচারীদের মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও সুযোগ সুবিধা নিশ্চিত করণ, প্রতিবন্ধী বিদ্যালয় সমূহে আধুনিক মান সম্পন্ন প্রতিবন্ধী বান্ধব একাডেমিক ভবন নির্মাণ নিশ্চিত করণ, প্রতিবন্ধী বিদ্যালয় সমূহে থেরাপী সরঞ্জাম সরবরাহ সহ থেরাপী কেন্দ্র চালু করণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবন যাপনের নিশ্চিয়তা প্রদান। Related posts:দৈনিক তথ্যধারা পত্রিকার নালিতাবাড়ীর প্রবীন হকার হাবিল উদ্দিন আর নেইআসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইগাতীতে মতবিনিময় সভাশ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই যমজ শিশুর Post Views: ২২৬ SHARES শেরপুর বিষয়: