ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের দাফন সম্পন্ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের মানুষের শোক-শ্রদ্ধা ও ভালবাসায় ঝিনাইগাতী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ৩৩ বছরের সাবেক জনপ্রতিনিধি বিশিষ্ট শ্রদ্ধাভাজন আলহাজ্ব আবুল হোসেন সরকার (আবুল চেয়ারম্যান) (৯৫) দাফন সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। রবিবার সকাল ৭টার দিকে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী সাবেক-বর্তমান কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী-সামাজিক ও উন্নয়নমুলক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নেন। প্রসঙ্গত্ব, আলহাজ্ব আবুল হোসেন সরকার (আবুল চেয়ারম্যান) গার্লস্ স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। সামাজিক জীবনে তিনি অত্যন্ত সদ্বালাপী ও পরহেজগার ব্যক্তি হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। Related posts:শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতশেরপুরে ভূমি ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসনের চেক বিতরণশেরপুরে ভার্চুয়াল আদালতে ব্যাপক সাফল্য ॥ ১৭৩ মামলায় শুনানী, জামিন ১২২ আসামির Post Views: ৪৮১ SHARES শেরপুর বিষয়: