বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

জামালপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোচ্চার জামালপুরের রাজপথ। জামালপুর জেলা আওয়ামী লীগ ৮ ডিসেম্বর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে।
বকুলতলাস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিণ শেষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন।
এ সময় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করছে। তাদের নেতৃত্বেই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা হয়েছে। ভাস্কর্য ভাংচুরের মুল হোতাদের খেঁাজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ কয়েক হাজার নেতা-কর্মী সমর্থক অংশ নেন। জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তুলে জামালপুরের রাজপথ।