শেরপুরে যাত্রা শুরু করল ফুডপ্যান্ডা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে শেরপুরবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দেবে দেশের শীর্ষ অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা। ৭ ডিসেম্বর শেরপুর জেলা সদরে যাত্রা শুরু করেছে ফুডপ্যান্ডা। দেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে শেরপুরের ছানার পায়েসের অন্যতম খ্যাতি রয়েছে। শেরপুর জেলার দর্শনীয় স্থানের মধ্যে গজনী অবকাশ কেন্দ্র, ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদ, নয়আনী জমিদার বাড়ি, নয়াবাড়ির টিলা, পানিহাটা-তারানি পাহাড়, বারোমারি গীর্জা, মধুটিলা ইকোপার্ক, মাইসাহেবা জামে মসজিদ, অলৌকিক গাজীর দরগাহ, কসবা মুঘল মসজিদ, সুলতানাল জমিদার বাড়ি, লোকনাথ মন্দির ও রঘুনাথ জিউ মন্দির অন্যতম। শেরপুরে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, ‘শুরু থেকেই গ্রাহক পর্যায়ে উল্লেখযোগ্য সাড়া অর্জনের পর আমরা আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন শেরপুরে। এখন থেকে শেরপুর শহরের মানুষের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা।’ তিনি আরও বলেন, ‘ফুডপ্যান্ডা শুধু ভোজন রসিকদের খাবার সরবরাহ করছে না; পাশাপাশি ফুডপ্যান্ডার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।’ উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৫৭টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে। ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – https://www.facebook.com/foodpandaBangladesh ফুডপ্যান্ডা সম্পর্কে: ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের একটি শীর্ষস্থানীয় ডেলিভারী প্ল্যাটফর্ম, যা সুবিধাজনক ও দ্রুততম সময়ে খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ আরও অনেক কিছু তার গ্রাহকদের কাছে পোঁছে দিতে কাজ করছে। প্রযুক্তি ও পরিচালন দক্ষতার সমন্বয়ে এবং রিটেইল পার্টনারদের নেটওয়ার্ককে পুঁজি করে এই অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেওয়া লাখো অপশনের পাশাপাশি প্যান্ডামার্ট ক্লাউড স্টোরের মাধ্যমে অন-ডিমান্ড পণ্য ডেলিভারি অপশন সুবিধাও প্রদান করছে। এশিয়া প্যাসিফিকের ১২ টি বাজার সহ সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া, মায়ানমার এবং জাপান জুড়ে ৩০০ টিরও বেশি শহরে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুডপ্যান্ডা আন্তর্জাতিক ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com. Related posts:শেরপুরে রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটির প্রেসিডেন্ট রাসেল, সেক্রেটারী সিফাতঝিনাইগাতীতে গাঁজাসহ গ্রেফতার ৬ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত Post Views: ৩৩৮ SHARES শেরপুর বিষয়: