শেরপুরে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের বড় ভাই রফিকুর রহমান (৬৩) ও শ্বাসকষ্টে ভাবি আম্বিয়া খাতুন (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহিৃৃরাজিউন)। করোনায় আক্রান্ত রফিকুর রহমান ৯ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার সকাল ১০টায় শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যান। তারা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রফিকুর রহমান অনেকদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন। বুধবার রাত ৮ টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাঠে নামাজে জানাজা শেষে শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে তাদের দাফন করা হবে। এই দম্পতির আকস্মিক মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে। Related posts:শেরপুরে ‘বাবার গল্প’ নিয়ে একুশে পাঠচক্র অনুষ্ঠিতশেরপুরে জাতীয় পার্টির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিতশেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা Post Views: ২২১ SHARES শেরপুর বিষয়: