শ্রীবরদীতে ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৮ বোতল মদসহ জয়নাল আবেদীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৯ মার্চ রবিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়নাল পার্শ্ববর্তী কর্ণঝোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ডিবি সূত্রে জানা যায়, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সালেমুুজ্জামানের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, তরিকুল ইসলাম, জুয়েল রানা সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানিক দল রবিবার ভোরে শ্রীবরদীর সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওইসময় ৪৮ বোতল ভারতীয় মদসহ জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শেরপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সালেমুজ্জামান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ধৃত জয়নাল আবেদিনকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। Related posts:শেরপুরে ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত ॥ পানি বন্দি হাজার হাজার মানুষউপজেলা পরিষদ নির্বাচন: নকলায় তিনটি পদে ১৫ জনের মনোনয়নপত্র দাখিলঝিনাইগাতীতে ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেল কৃষক Post Views: ১০৪ SHARES শেরপুর বিষয়: