জামালপুরে ৫০ টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ীতে জুয়ার আসরের ৫০ টাকার ভাগবাটোয়ারা নিয়ে ঘটনায় আলম মিয়া নামে এক যুবক খুন হয়েছে। ১৩ ডিসেম্বর রোববার ভোরে উপজেলার পৌর এলাকার কাঠিয়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আলম মিয়া পৌরসভার কাঠিয়ার বাড়ি গ্রামের তমছের আলীর ছেলে। ওই গ্রামের পশ্চিম পাশে নবা আলীর পানি সেচ ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার দিনভর জোয়া খেলায় হেরে যায় আলম মিয়া। একপর্যায়ে মাত্র ৫০ টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী এলাকার হাছেন মেঠের ছেলে মুক্তা মিয়া ও ফজলের ছেলে সুমন আলমকে মারধর করে।
পরিবারের লোকজন মারামারির খবর পেয়ে আলমকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। রোববার ভোরে আলমকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। সকালে স্থানীয়রা আলম মিয়ার লাশ সেচ ঘরে পাশে গাছের নিচে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলা অ্যাডিশনাল এসপি শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে।