ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। ওইসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি ফকির সাইফুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মজনু মিয়া প্রমুখ। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা ও সুশীলসমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে সাম্প্রতিক কালে বাংলাদেশে ঘটে যাওয়া জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার কঠোর সমালোচনামূলক আলোচনা করেন। সভার সভাপতি ইউএনও রুবেল মাহমুদ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতি তুলে ধরে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশ ও সমাজকে সামনে এগিয়ে নেওয়ার আহবান রাখেন। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করা হয়। Related posts:ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক গ্রামীণ পর্যালোচনা (পিআরএ) বিষয়ে তথ্য যাচাইকরণ সভাঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণঝিনাইগাতীর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র বদলিজনিত বিদায় সংবর্ধনা Post Views: ১৭১ SHARES শেরপুর বিষয়: