শেরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ১৩ ডিসেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিদর্শনকালে ওই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। ওইসময় জেলা প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন, খাদ্য ব্যবস্থাপনা ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে খোঁজ খবর নেন। সেইসাথে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। শীতবস্ত্র বিতরণ ও পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোক্তাদিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাহমুদুল হাসান মাহমুদ, সাদিক আল সাফিন, ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান নাইমশেরপুরের নালিতাবাড়ীতে যুব নেতা মনিরুজ্জামান সোহাগের ইন্তেকালশেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত Post Views: ১৬৭ SHARES শেরপুর বিষয়: