শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার : শেরপুরে সড়ক দুর্ঘটনায় মতু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৪ ডিসেম্বর সোমবার গভীর রাতে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি বাজারে ওই দুর্ঘটনা ঘটে। মতু মিয়া সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর মুসলিমপাড়া গ্রামের হাসেন মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে মতু মিয়া শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি বাজারে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ড্রীমল্যান্ড পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সদর থানার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সকালে জানান, ওই ঘটনায় মামলা দায়ের ও লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাস ও এর চালক পলাতক রয়েছেন। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে ২ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোরকে নির্যাতনের অভিযোগশেরপুরে ইদ্রিস গ্রুপের পরিচালক গুলজার জিহানের উদ্যোগে গরীব ও দিনমুজুরদের মাঝে শাড়ী-লুঙ্গি-মাস্ক বিতর... Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: