নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

নকলা প্রতিনিধিঃ শেরপুরের নকলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এবং কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং নকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ওসি (তদন্ত) ইস্কান্দার হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।