বিজিবি’র রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ ফায়ারার বিথী ও অ্যাথলেটে শিরোপাজয়ী নাইম শেরপুরে সংবর্ধিত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৯৫তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণে শ্রেষ্ঠ ফায়ারার হওয়ার গৌরব অর্জন করেছে শেরপুরের নকলা উপজেলার হাসিনা আক্তার বিথী। অপরদিকে শেরপুর সদর উপজেলার নাইম ইসলাম বয়সভিত্তিক জাতীয় এ্যাথলেটিকসে ২০০ মিটার দৌড়ে স্বর্ণ এবং ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ শিরোপা অর্জন করেছে। শেরপুরের ওই ২ কৃতি সন্তানকে জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বর শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় জেলা প্রশাসক দু’জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে ক্রেস্ট প্রদান করেন ও শুভেচ্ছা উপহার হিসেবে জেলা ব্র্যান্ডিং পণ্য মগ তুলে দেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বিথী ও নাইমের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সংবর্ধনা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, এনডিসি মিজানুর রহমান, সহকারী কমিশনার সাদিক আল সাফিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।