আবারও শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সোহেল রানা

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: আবরও শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, নালিতাবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে এপ্রিল মাসের পারফরম্যান্সে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে রোববার (১৮ মে) অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি সোহেল রানাকে এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ওসি সোহেল রানার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরষ্কার তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ, সিআইডি ও পিবিআই এর প্রতিনিধি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি সোহেল রানা বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিশ্রমে এ সফলতা সম্ভব হয়েছে। গত মার্চ মাসেও শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলো সোহেল রানা।