মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে যুব মহিলা লীগের শ্রদ্ধাঞ্জলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা যুব মহিলা লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সকাল সাড়ে ৬টায় শেরপুর শহরের প্রাণকেন্দ্র বটতলা জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিজয় দিবসের এক বণাঢ়্য র্যালী বের হয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। র্যালীর নের্তৃত্ব দেন শেরপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নি। পরে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নি। ওইসময় শেরপুর শহর যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, থানা যুব মহিলা লীগ নেত্রী লাভলী আক্তারসহ জেলা উপজেলা ও শহর শাখার যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল ৯টায় বটতলাস্থ যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ। পরে কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নির সভাপতিত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান প্রয়াত ও জীবিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন থানা শহর যুব মহিলা লীগের নেত্রী মাহবুবা রহমান শিমু, যুব মহিলা লীগের নেত্রী লাভলী আক্তার, বিভা, মুক্তি প্রমুখ। শেরপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুগ্ম আহবায়ক সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী মহান বিজয় দিবসে যুব মহিলা লীগের সকল নেতাকর্মীদের প্রতি বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে যুব মহিলা লীগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। Related posts:ভোগাই নদীর ভাঙ্গনের কবলে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী ও চকপাড়া এলাকাশেরপুরে স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বপ্নীল বনিকনকলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা Post Views: ২৯০ SHARES শেরপুর বিষয়: