শেরপুরে করোনার টিকা পেলো এইচএসসি পরীক্ষার্থীরা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

শেরপুরে এবার করোনার টিকা পাচ্ছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা । ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ওই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, করোনার ভয়াল থাবা মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের সাহসী ও দ্রুত কার্যকর পদক্ষেপের কারণেই আজ দেশে করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তারই আওতায় এখন ১২ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদেরও ওই টিকা হচ্ছে।

এ উপলক্ষ্যে সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া,জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুওয়ান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।
এদিন শেরপুর মডেল গার্লস কলেজের ৪২১ জন এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়। সিভিল সার্জন অফিেেসর তথ্য মতে, আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার আগেই পর্যায়ক্রমে প্রতিদিন ন্যূনতম ১ হাজার করে জেলা সদরের ১০ হাজার পরীক্ষার্থীকে ওই টিকা দেওয়া হবে।