শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি ১৯ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের চাপাতলী মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। এছাড়া একইভাবে ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের পূর্বশেরী এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি তাদের সহযোগিতা ও রায় প্রত্যাশা করেন। এদিন তিনি শহরের দিঘারপাড় উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দিয়ে অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। দু’দিনের গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে বিশিষ্ট সমাজসেবক মাছুদুল আলম সরকার, আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, আলহাজ্ব মোঃ হাসানুজ্জামান, খোরশেদ আলম খোকন, মোকাম্মেল হক কুসুম, সুলতান মাহমুদ সুজন, সাইফুল ইসলাম বাবুল, শিক্ষক মাহবুব হাসান রুবেল, আবু জাফর, আওয়ামী লীগ নেতা ডাঃ শরাফত আলী, লুৎফর রহমান, কৃষকলীগ নেতা এসআরডি আলম, আওয়ামী লীগ নেতা এডভোকেট মোঃ আশরাফুজ্জামান, আইনজীবী নেতা এডভোকেট তাজুমুল ইসলাম, জুলহাস উদ্দিন, আনোয়ার শাহাদাত জামান, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম মিঠুন, রফিক মুন্সী, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, আরমান হোসেন, জাহাঙ্গীর আলম, মফিজুল হক, স্বপন মিয়া, খন্দকার কাকন, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, জাকির হোসেন জিহাদ, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল প্রমুখ উপস্থিত ছিলেন Related posts:শ্রীবরদীতে নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে শাক-সবজীর বীজ বিতরণনালিতাবাড়ীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আঃ হালিম উকিলের স্মরণ সভা Post Views: ৩২৫ SHARES শেরপুর বিষয়: