শেরপুরে সাবেক এমপি শ্যামলীর প্রয়াত পুত্র আর রহমানের কুলখানি অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও ডিএমপি’র ডিসি আনিসুর রহমান বিপিএম পিপিএম দম্পতির প্রয়াত পুত্র আর রহমানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ অক্টোবর শুক্রবার সকালে শহরের চাপাতলী পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ জুম্মা শহরের ঢাকলহাটিস্থ শ্যামলী সুপার অটো রাইস মিলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর প্রায় ২ সহস্রাধিক হতদরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।


সেলিম রেজা-ফরিদা ইয়াসমিন ঢাকলহাটি পুরাতন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী হাফেজ মাওলানা আব্দুস সালামের পরিচালনায় ওই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগে শ্রম বিষয়ক সম্পাদক, মরহুমের মামা আরিফ রেজা, শ্যামলী সুপার অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক, ছোট মামা শুভ রেজা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক উমর ফারুকসহ ওই পরিবারের আত্মীয়-স্বজন ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জন্মের মাত্র ৭ দিন পরই ১৪ অক্টোবর বুধবার সকালে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) লাইফ সাপোর্টে মারা যায় সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও শেরপুরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানের দ্বিতীয় সন্তান আর রহমান। পরে রাতে শহরের ঢাকলহাটিস্থ নিজ বাসভবনের সামনে শ্যামলী সুপার অটো রাইস মিলে তার নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।