ঝিনাইগাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ সাদিয়া আফরোজসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জানান, ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৭টি ইউনিয়নের ২২টি টিকাদান কেন্দ্রে ৪২ হাজার শিশুকে পর্যায়ক্রমে হাম-রুবেলা টিকা দেয়া হবে। Related posts:শেরপুরে আইনজীবী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি শ্যামলীগণমাধ্যমে খবর প্রকাশের পর শেরপুরে হুইল চেয়ারসহ সহায়তা পেলো ৩ প্রতিবন্ধীঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত Post Views: ২৪৯ SHARES শেরপুর বিষয়: