শেরপুরে নানা আয়োজনে ‘দেশ রূপান্তর’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ২০ ডিসেম্বর রবিবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি বর্ণিল শোভাযাত্রা শুরু হয়ে শেরপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুলের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।


দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, শাহজাদা স্বপন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান ফকির, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী মাসুম, জুবাইদুল ইসলাম, শেরপুর ইয়ং রিপোর্টাস ইউনিটের সভাপতি জাহিদুল খান সৌরভ, সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাকিল মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, দপ্তর সম্পাদক সুলতান আহম্মেদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শাকির প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে বাংলাদেশের সকল সমস্যা ও সম্ভাবনার খবর তুলে ধরার জন্য দৈনিক দেশ রূপান্তর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন।