শেরপুরে পুলিশি নিরাপত্তায় বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ও ম্যুরাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ স্টাফ রিপোর্টার : শেরপুরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জাতির জনকের সব ভাস্কর্য ও মুর্যাল ঘিরে। জেলার বিভিন্ন প্রান্তে থাকা ১৪টি ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি নিরাপত্তা বসানো হয়েছে। সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পৌরসভার পক্ষ থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দূর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমনটি ঘটার পর সারাদেশের ন্যায় শেরপুরেও ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়। নকলা পৌর শহরের গড়েরগাও মোড়ে গিয়ে মুর্যার চত্তরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও বঙ্গবন্ধুর ম্যুারালের সামনেও পাহাড়া দেয় পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এজন্য নিরাপত্তার স্বার্থে জেলার সকল ভাস্কর্য ও ম্যুরালে পুলিশ প্রহরা বসানো হয়েছে। সেই সাথে টহলও জোরদার করা হয়েছে। Related posts:শেরপুরে তারুণ্যের উৎসব উদ্বোধনঝিনাইগাতীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিতশেরপুরে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৭৫ SHARES শেরপুর বিষয়: