শেরপুরে বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শেরপুরে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার সকালে শেরপুর সদর থানার আয়োজনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় তিনি করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানমালা পালনের অনুরোধ জানান। তিনি আরও জানান, উৎসব চলাকালে প্রতিটি চার্চে পোষাকধারী ও সাদা পোষাকে পুলিশ মোতায়েন থাকবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় সদর উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সহ-সভাপতি মানুয়েল রেমা, সাধারণ সম্পাদক সুদর্শন মারাক, সদর উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান ডেনিসন দুলাল মারাক, নাগপাড়া এ.জি চার্চের সভাপতি পাষ্টার রাসেল অধিকারী, চরশ্রীপুর ক্যাথলিক চার্চের সভাপতি বেঞ্জামিন মারাক, সাধারণ সম্পাদক রেখা ডিব্রু, কসবা ক্যাথলিক চার্চের সভাপতি অখিন্দ্র চিরাণ ও সাধারণ সম্পাদক রাফায়েল চিরাণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।