শ্রমিক লাঞ্চিতের অভিযোগে শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ চালক ও হেলপারকের লঞ্ছিতের প্রতিবাদে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতি। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয়া হয়।এ বিষয়ে বিস্তারিত জানাতে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতি। এদিকে ঢাকাগামী বাস বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রী সাধারণ।
জানা গেছে, গত মঙ্গলবার শেরপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের মালিকানাধীন সোনার বাংলা সার্ভিসের একটি বাস শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে ঢাকায় যাওয়ার পথে শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনাল থেকে যাত্রী তুলে। এতে নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক ওই বাসের চালক ও চালক সহকারীদের সাথে অশালীন আচরণসহ তাদের লাঞ্চিত করেন। এ ঘটনাটি ময়মনসিংহের বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেন। এসময় তাদের বাধা পেয়ে অনেক বাস শেরপুরে ফিরে আসে। এদিকে বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের একটি বাস ঢাকা থেকে শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় এলে কয়েকজন শ্রমিক বাসটি আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে আটকে রাখেন। এরপর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে জেলা বাস-কোচ মালিক সমিতি বুধবার বিকেল থেকে শেরপুর-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
জেলা বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, সম্প্রতি দুই দফায় ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ী শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকিয়ে শ্রমিকদের লাঞ্চিত ও মারধর করে। পরে বিচারের সিদ্ধান্ত নেওয়া হলে আবারও মারধর করে নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিকরা।
জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু জানান, নবীনগর এলাকার কতিপয় শ্রমিক নামধারী ব্যক্তির উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাস মালিকেরা স্বেচ্ছায় বাস চালানো বন্ধ রেখেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।