শেরপুর-৩ আসনে শহিদুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এডিএম শহিদুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। ২৭ নভেম্বর সোমবার বিকেলে ঐতিহাসিক আমতলা থেকে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন, ডাক্তার কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান ফকির সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ঝিনাইগাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়ানালিতাবাড়ীতে ব্রাকের করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা কার্যক্রমজাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু'র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানালেন পুলিশ সুপার মোনালিসা বেগম Post Views: ২৩২ SHARES শেরপুর বিষয়: