শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর জেলায় বদলী হওয়া শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ২৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আনার কলি মাহবুবের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সদ্যবিদায়ী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা কামনা করে বক্তাগণ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঝিনাইদহ জেলার বাসিন্দা এই পুলিশ সুপার এর আগে মৌলভীবাজার জেলায় সার্কেল এএসপি, ডিএমপিতে সহকারী কমিশনার, ঢাকা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জ জেলা, পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।