চেলসিকে উড়িয়ে দিলো আর্সেনাল

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে হারিয়েছে আর্সেনাল। শনিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে গানাররা। ম্যাচের ৩৪ মিনিটে আলেক্সান্দ্র লাকাজেটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির আগ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিত শাকা। বিরতির পরও আধিপত্য ধরে রাখে আর্সেনাল। ৫৬ মিনিটে গোল করেন বুকায়ো সাকা। ম্যাচের শেষ মুহূর্তে চেলসির পক্ষে একটি গোল ফেরত দেন ট্যামি আব্রাহাম। এই পরাজয়ের ফলে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে চেলসি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান ১৪তম। লিগের টেবিলে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।