নালিতাবাড়ীতে কৃষিবিদদের মিলন মেলা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ : শেরপুরের নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্কে বৃহত্তর ময়মনসিংহের কৃষিবিদ পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ ডিসেম্বর সকাল হতে রাত অবদি বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হয়। ১০০০ কৃষিবিদের অংশ গ্রহনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রানালয়ের কৃষি সচিব মেজবাহুল ইসলাম, খাদ্য মন্ত্রানালয়ের খাদ্য সচিব ড. নাজমানারা খাতুন, অতিরিক্ত কৃষি সচিব (সম্প্রসারন) হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এলাইমনা এসোসিয়েশনের নির্বাহী সাধারন সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা।
পরে সেখানে আবেদিন ইকোইপমেন্ট সৌজন্যে বিভিন্ন ধরনের আর্কষনীয় পুরুস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য আবেদিন ইকোইপমেন্ট দেশে কুবোতা হারবেষ্টার মেমিন সরবরাহ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করে ইস্পাহানী এগ্রো লিঃ ও আলিম ইন্ডট্রিজ লিঃ।