সাবেক এমপি শ্যামলীকে এবার সদর আসনের এমপি চায় জেলার নারী সমাজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৩ নারীদের অধিকার বাস্তবায়নে আমরা জেলার নারী সমাজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর-০১ আসনের নৌকার মাঝি হিসেবে সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের সভাপতি, নারী উদ্যোক্তা এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীকে দেখতে চায় বলে মন্তব্য করেছেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু। ২৭ মে শনিবার সন্ধ্যায় ডিবিসি টেলিভিশনের ইলেকশন এক্সপ্রেস এ সরাসরি যুক্ত হয়ে এ কথা বলেন। তিনি, বর্তমান সরকার নারী ক্ষমতানে বিশ্বাসী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী নারীদের রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে এগিয়ে নিতে সহায়তা করছেন। তিনি সব সময়ে চান নারীরা সব ক্ষেত্রে এগিয়ে আসুক। সেইদিক থেকে আমরা জেলা যুব মহিলা লীগ এখানে সাধসন্ধ মতে রাজনীতি করছি। আমরা চাই শেরপুর সদর আসনে দ্বাদশ জাতীয় সংসদ আওয়ামী লীগ থেকে এবার নির্বাচনে নারী নেতৃত্ব কেউ আসুক। আর নারী নেতৃত্বে সদর আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি, সফল নারী উদ্যোক্তা, মানবতার ফেরিওয়ালা এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী আপা এ আসনের যোগ্য নেত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই শ্যামলী আপাকে এ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হোক। এটা আমাদের নারী সমাজের প্রাণের দাবী। মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম বলেন, নারী বান্ধব এমপি চাই, এ আসনের যোগ্য প্রার্থী মানবতার ফেরিওয়ালা, মানবদরর্দী শ্যামলী আপা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। আমরা শ্যামলী আপাকে এ আসনের এমপি হিসেবে দেখতে চাই। Related posts:নকলায় শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রদানঝিনাইগাতীর বেদেপল্লীতে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণমুজিব একটি জাতির রুপকার- সিনেমা দেখলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীরা Post Views: ৬৭৯ SHARES শেরপুর বিষয়: