পৌর নির্বাচন : নালিতাবাড়ীতে মনোনয়ন দাখিল করলেন আ’লীগের মেয়র প্রার্থী বাক্কার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ তৃতীয় ধাপে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার। ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা রিটার্নিং অফিসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। ওইসময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, নকলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । উল্ল্যেখ্য, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের আওতায় নকলা ও নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। Related posts:ঝিনাইগাতীতে একটি বেড়িবাঁধ সংস্কারের অভাবে হাজারও মানুষের দুর্ভোগশেরপুর জেলা প্রশাসনকে ৬০ হাজার মাস্ক প্রদান করলো ব্র্যাকরাতের আধারে পৌর এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন শ্রমিক নেতা আরিফ Post Views: ১৯৬ SHARES শেরপুর বিষয়: