ঝিনাইগাতীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করলো সোনালী ব্যাংক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে সোনালী ব্যাংক লিমিটেড, শাখার আয়োজনে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ৯ আগস্ট সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এ অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার এএসএম মাসুম চৌধুরী, অফিসার ক্যাশ শাহ কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও অফিসের সিএ মোহাম্মদ আল আমিন। উল্লেখ্য, করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যক্তিকে প্রত্যেককে ২ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। Related posts:ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনশেরপুরের নালিতাবাড়ীতে রেললাইনের দাবিতে মানববন্ধনঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে প্রাণ গেল দুইজনের Post Views: ১৬৯ SHARES শেরপুর বিষয়: